Header Ads Widget

মনের বেদনা



আমার বুকের ভেতর কান্দে,

একটা অচিন পাখি রে,

সেই পাখির কান্দন শুইনা,

আমার দুই চোখ ভিজে রে।

যারে আমি ভালোবাসি,

সে তো বোঝে না আমার মন,

আমার এই জীবনডা যেন,

পোড়া এক কান্দন রে।

ওরে বিধি, কী লিখলি তুই,

আমার এই কপালে রে,

সুখের আশায় রইলাম বইসা,

দুঃখ আইলো ঢলে রে।

আমার মনের বেদনা,

আমি কারে জানাই রে,

যে ছিল আমার আপন,

সে তো দূরে সরে রে।


ই গানটা কেমন লাগলো?

Post a Comment

0 Comments