Header Ads Widget

শোনো ওই দূরে বাজে ঢাক ঢোল,



শোনো ওই দূরে বাজে ঢাক ঢোল,

নতুন সুরে মনটা হলো বিভোর।

বৈশাখ এলো, এলো রে আজ,

খুশির জোয়ারে মাতলো সব সাজ।

রাঙা শাড়ি আর পাঞ্জাবি গায়ে,

মেতেছে সবাই আনন্দ মিছিলে।

হাওয়ায় ভাসে ফুলের সুবাস,

মন বলে আজ নতুন কিছু হোক।

মেঘের ভেলায় ভেসে আসা দিন,

স্বপ্নগুলো হোক না আজ রঙিন।

পুরোনো দুঃখ যাক ভেসে যাক,

নতুন আলোয় জীবন ভরে যাক।

এসো মিলি সবে হাতে হাত রেখে,

গাই গান আজ মন খুলে ডেকে।

বৈশাখ মানেই নতুন এক শুরু,

এই দিনটা হোক সবার মধুময়।

ঢাক ঢোল বাজে, নাচে মন আজ,

বৈশাখ এলো, খুশির হলো সাজ।

নতুন আলোয় ভরে যাক প্রাণ,

এই দিনটা হো

ক মধুময়।

কেমন লাগলো?

Post a Comment

0 Comments