বড় ছেলে আমি সংসারের,
দায়িত্ব কাঁধে তাই।
স্বপ্নগুলো সব দূরে থাকে,
বাস্তব্যের এই লড়াই।
ভেবেছিলাম হবে তুমি,
আমার পথের সাথী।
হঠাৎ করে হারিয়ে গেলে,
কেমন করে একা বাঁচি?
মা বাবার আদরের ছেলে,
আমি তো ছিলাম বেশ।
হঠাৎ করে হারিয়ে গেলে,
কেমন করে একা বাঁচি?
কান্না ভেজা এই চোখ, বোঝে না তো কিছু,
জানি তুমি ফিরে আসবে না আর কোনোদিনও।
0 Comments